রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / শিরোনাম / বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সামনে রাস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত

বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সামনে রাস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া;
নাটোরের সিংড়ায় বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সামনে রাস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কাজ চলছে। প্রবল বর্ষণ ও হালতি বিলের ঢেউয়ের কারণে নাটোর- ডাকমন্ডপ সড়কের বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সামনে রাস্তা ভেঙ্গে যায়। এতে লালোর ইউনিয়নের বড় একটা অংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়টি জানার পর আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশে বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সামনে রাস্তার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মেরামতের কাজ শুরু হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতারা একাজে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারকে সহযোগিতা করছেন। পাউবোর নির্বাহী প্রকোশলী আবু রায়হান জানান, মন্ত্রী মহোদয়ের নির্দেশে রাস্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলার সকলস্থানে সার্বক্ষণিক দেখভাল করা হচ্ছে। কোথাও কোন সমস্যা হলে দ্রুততার সাথে তা মেরামত করা হচ্ছে।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …