সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিটের সমাজসেবামূলক অভিযান 

বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিটের সমাজসেবামূলক অভিযান 

নিজস্ব প্রতিবেদক: 

“সুন্দর ও পরিবেশবান্ধব বিরামপুর গড়ে তোলার জন্য” দিনাজপুর বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালযের স্কাউট ইউনিট এর স্কাউটগন একটি সমাজসেবামূলক অভিযান নিয়ে কাজ করছে। আজ (৫ এপ্রিল)  বুধবার থেকে এ অভিযান শুরু করেছে। তাদের অভিযানের সেবাসমূহ গরীব দুঃখীদের মাঝে ইফতার বিতারণ,বৃক্ষরোপণ অভিযান, পরিষ্কার পরিচ্ছন্ন মিশন,SDG এর লক্ষ্য বাস্তবায়ন। 

আগামী ৭ই এপ্রিল ও ৮ই এপ্রিলের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিট। 

পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউটের গ্রুপ লিডার সিনিয়র উপদলনেতা অর্পন দেব,উপদলনেতা উষাদ,আখখর,সুহাইব,নাহিয়ান, সহকারী উপদলনেতা, সাদমান ফেরদৌস, হৃদয়, বান্ধন কুন্ডু,মাশরাফি প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …