সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুর কোচগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্ভোধন 

বিরামপুর কোচগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্ভোধন 

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুর বিরামপুর কোচগ্রাম ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৬ মার্চ) বৃহস্পতিবার  বিকেল ৪ টার দিকে বিরামপুর দিওড় ইউনিয়নের কোচগ্রাম হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন, দিওড় ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল মালেক মন্ডল। ফাইনাল খেলায় অংশগ্রহন করেন সেন্হা এন্টারপ্রাইজ স্বপ্নপুরী বনাম পীরগঞ্জ হাজীর টিম।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড সদস্য আজগার আলী মন্ডল, কোচগ্রাম পোস্ট মাস্টার রেফাকাতুল্লাহ, কোচগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেকেন্দার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান তালুকদার, ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, খাদেমুল ইসলাম মন্ডল, কোচগ্রাম ক্লাব ও লাইব্রেরীর সদস্য বৃন্দ প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …