নূর ইসলাম, বিরামপুর(দিনাজপুর) প্রতিবেদক
বিরামপুরে হীড বাংলাদেশ এনজিও-র মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (৬ মে) সকাল ১০ টায় বিরামপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পরিমল কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষক শিশির কুমার সরকার, মহিলা কলেজের প্রভাষক মো.জাকারিয়া হোসেন,প্রভাষক আরিফুর রহমান,সাবেক প্যানেল মেয়র মাহবুর রহমান হান্না, উপস্থিত ছিলেন, মোয়ামোনুর রহমান,লাইসুর রহমান।
সংর্বধনা অনুষ্ঠানে মোট ১০৬ জন কে সংর্বধনা দেন। এসএসসি ও এইচএসসি জিপিএ ৫ পেয়েছেন ২৩ জন তাদের প্রত্যেকে ৫ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। জিপিএ ৪ প্রাপ্তদের ৪ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয় মোট ৭৩ জনকে সংর্বধনা দেওয়া হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, হীড বাংলাদেশ বিরামপুর এনজিও শাখার কর্মকর্তা কর্মচারী,ছাত্র-ছাত্রী অভিভাবক প্রিন্ট ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।