শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে শরিফুল ইসলাম শাবু (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত যুবক বিরামপুর পৌরশহরের প্রফেসার পাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।

ওই যুবকের পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার পারিবারিক কাজের জন্য উপজেলার জোঁতবাণী ইউনিয়নের শিবপুর বাজারে পথে কেটরা বাজারের দক্ষিণ পাশে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংর্ঘষ বাঁেধ।
এই ঘটনায় শরিফুল পায়ে ও মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যায়। সেখানে গত দুই দিন চিকিৎসা নেবার পর বৃহস্পতিবার দুপুরে সে মারা যায়।

বিরামপুর থানার ওসি মো.মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …