শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুরে সড়ক র্দূঘটনায় দুই চালক নিহত, আহত ১২

বিরামপুরে সড়ক র্দূঘটনায় দুই চালক নিহত, আহত ১২

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বিরামপুরে বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবহনের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয় বাসের কমপক্ষে ১২ জন যাত্রী। রোববার সকাল ৬ টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিওড় বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত এসব তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন,বাসচালক বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৫) ও পিকআপ ভ্যানচালক ব্রাহ্মণবাড়ীয়া জেলার আজাদ (৩৮)।

খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন।

স্থানীয় সূত্রে জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন নামের একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিরামপুর দিওড় বাজার এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে আসা সবজিবোঝাই মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে বাস ও মিনি ট্রাকের চালক নিহত হন।
আহত যাত্রীদের উদ্ধার করে বিরামপুর উপজেলা কমপ্লেক্স হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …