শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুরে বখাটে ও মাদকসেবির কারাদন্ড

বিরামপুরে বখাটে ও মাদকসেবির কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের বিরামপুরে ইভটিজিং ও মাদক সেবনের দায়ে মঙ্গলবার (১৫ জুন) ভ্রাম্যমান আদালত তিন জনকে কারাদন্ড দিয়েছে। পুলিশ দন্ডিতদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর থানা সুত্রে জানা যায়, শহরের কৃষ্টচাঁদপুর ভোকেশনাল স্কুল এলাকায় মঙ্গলবার (১৫ জুন) সকালে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে পুলিশ ইসলামপাড়া মহল্লার আব্দুর রহিমের বখাটে ছেলে ইমনকে (২১) আটক করে। এছাড়া মাদক সেবনের অভিযোগে পুলিশ ইসলামপাড়া মহল্লার রমজান আলীর ছেলে রোস্তম আলী (৫০) ও শামসুল হকের ছেলে সাজুকে (৩২) আটক করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত ইমনকে ছয় মাস, রোস্তমকে তিন মাস ও সাজুকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত নিশ্চিত করে বলেন, দন্ডিত আসামীদের মঙ্গলবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আরও দেখুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 নিজস্ব প্রতিবেদক: নাটোরে সড়ক দুর্ঘটনায় বিমল পাল(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ ৫ অক্টোবর …