বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বিরামপুরে নারী মাদক ব্যবসায়ী আটক

বিরামপুরে নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, বিরামপুর(দিনাজপুর):

দিনাজপুরের বিরামপুরে মাদকসহ পিয়ারা নামে এক নারীকে আটক করেছে বিরামপুর পুলিশ।  গতকাল (২২ ফেব্রুয়ারি) বুধবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের দিক নির্দেশনায় সহকারী উপ পুলিশ পরিদর্শক আব্দুল ওহাব, উপ পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তুহিন বাবু বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি ঘরের খাটের নিচে থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ পিয়ারাকে আটক করেছে পুলিশ।  আটককৃত মাদকব্যবসায়ী, বিরামপুর উপজেলাধীন কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্র পুর (খুলুপাড়া) গ্রামের মনছের আলীর স্ত্রী পিয়ারা (৪৫),। 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা হয়েছে। আটককৃত আসামিকে আগামীকাল জেল হাজতে পাঠানো হবে। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …