রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিরামপুরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

বিরামপুরে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

নিজস্ব প্রতিবেদক, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুর বিরামপুরে দুই কেজি গাঁজাসহ সিরাজুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪২), উপজেলার কাটলা ইউনিয়নের  দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামের মৃত: তয়েজ উদ্দিনের ছেলে। 

সোমবার  রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলামের নিজ বসত বাড়ির টিনসেড এর ঘরের ভিতরে খাটের নিচ থেকে সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগে কালো পলিথিন দিয়ে মোড়ানো দুই কেজি শুকনা গাঁজা সহ আসামিকে আটক করে থানা পুলিশ। 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এ ঘটনায় বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। 

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …