সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিরামপুরে ডাকাতদলের হামলায় মিল মালিক নিহত

বিরামপুরে ডাকাতদলের হামলায় মিল মালিক নিহত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের বিরামপুরে ডাকাত দলের হামলায় ধানের মিল মালিক নাসিম উদ্দিন (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নাসিম উদ্দিন বিরামপুর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। এ সময় ডাকাতেরা ব্যাটারি চালিত ৫টি অটো চার্জার বাইক ডাকাতি করে নিয়ে যায়।

বিরামপুর থানার অফিসার মনিরুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত দরজা ভেঙ্গে মিলের ভিতরে প্রবেশ করে। মিল মালিক নাসিম উদ্দিনের হাত-পা বেঁধে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পার্শ্ববর্তী নদীর পাড়ে ফেলে রেখে যায়। এ সময় ডাকাতেরা ৫টি অটো চার্জার বাইক নিয়ে যায়।

পরে এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় নাসিম উদ্দিনকে প্রথমে বিরামপুর হাসপাতাল ভর্তি করে। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭ টার দিকে নাসিম উদ্দিন মারা যায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …