মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিরামপুরে ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু

বিরামপুরে ট্রাক চাপায় এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের বিরামপুরে মেয়ের বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেল করে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাক চাপায় আব্দুল হাদী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও এর চালক ও সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার সকাল ৭ টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর কলেজ বাজার নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হাদী বিরামপুর পৌরসভার পারভবানীপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে আব্দুল হাদী বাইসাইকেল নিয়ে মেয়ের বাড়ি থেকে বিরামপুর শহরের দিকে নিজ বাড়িতে ফিরছিল। পথে কলেজ বাজার এলাকায় সড়ক পারাপারের সময় পেছন থেকে আসা একটি আলু বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে মৃত্যুবরন করেন, এসময় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে জব্দ করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে (দিনাজপুর ট-১১-০১৭৪) ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। একইসাথে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা হয়েছে।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …