সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুরে কাটলা ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্রের ভবনের নির্মাণ কাজ শুরু

বিরামপুরে কাটলা ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্রের ভবনের নির্মাণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক:

বিরামপুর উপজেলার কাটলা ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর নতুন তিনতলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। গতকাল (১৮ মার্চ) শনিবার সকাল সাড়ে ১০ টায় এলাকার প্রবীণ ও ইসলামী ব্যক্তিত্বদের নিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।  উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্রের সহ-সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক এনামুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সায়েদ আলী সরকার, বিজুল কামিল মাদ্রাসার মুহাদ্দিস ইসহাক মিয়া, নিউ বিরামপুর নার্সিং ইনস্টিটিউটের পরিচালক হারুনর রশীদ, মাওলানা মোসলেম উদ্দিন প্রমূখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …