সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

বিরামপুরে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে সুলতান মাহমুদ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যানা।

মৃত ব্যক্তি হলেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আজ সকাল সাড়ে ১০টায় মুঠোফোনে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শ্যামল কুমার রায় জানান, গত দুই দিন আগে শরীরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সুলতান মাহমুদ নামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে হাসপাতালে মৃত্যুবরণ করেন। যেহেতু তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিলো তাই আমরা তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর মেডিকেল পাঠিয়েছি। আজ বিকেল নাগাদ হইতো সেটার রেজাল্ট পাবো বলে আশা করছি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …