নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বিয়ের দাবিতে দুইদিন ধরে প্রেমিক কে.এম রবিন খান(২৬) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা মোছাঃ রিতা খাতুন (২৪)। সোমবার দুপুর থেকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলখোলা(গুনাইখারা) এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়,ফেসবুকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সোমবার সকালে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক রবিন এর বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, সমবার দুপুর থেকে মোঃ জিন্নোত খানের ছেলে প্রেমিক রবিন খান বাড়িতে চারঘাট কাটাখালী ইউনিয়নের এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। সেই সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দেবার চেষ্টা করতেছে। বর্তমানে ছেলের পরিবারে তার বৃদ্ধা মা আছে ও তার বাবা প্রবাসী দেশের বাহিরে থাকেন ওর তার বড় ভাই আলাদা পরিবারে বসবাস করেন।
প্রেমিকা বলেন, প্রেমিকা রিতা বলেন তাদের দীর্ঘ তিন বছরের প্রেম।তাকে জোর করে ইমোশনালি ব্যাকমিল করে রিলেশন করতে বাধ্য করিয়েছে এখন তাকে বিয়ে করতে পারবে না।তিনি আরো বলেন প্রেমিক রবিন তার বাড়িতে অনেকবার বেড়াতে গিয়েছে এবং আমার পরিবারকেও বিয়ের করার প্রস্তাব রেখেছিলো। আমার দাবি, রবিন তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত আমার অনশন চলবে বলে জানান প্রেমিকা। এ বিষয়ে হাতিয়ান্দহ্ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, আমি বর্তমানে এলাকার বাইরে আছি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, যাতে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার করে দেয়া হয়। বর্তমানে যা মীমাংসার পথে রয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …