শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বিমান চলাচলে বাংলাদেশ-অস্ট্রিয়া চুক্তি সই

বিমান চলাচলে বাংলাদেশ-অস্ট্রিয়া চুক্তি সই

নিউজ ডেস্ক:
বিমান চলাচলের জন্য বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ভিয়েনায় দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চুক্তি (এএসএ) সই হয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের ফলে অদূর ভবিষ্যতে যাত্রী ও কার্গো ফ্লাইট প্রক্রিয়া ত্বরান্বিত এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগ প্রসারিত করবে বলে উভয় দেশই আশা করছে।

প্রসঙ্গত, অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে অস্ট্রিয়া-বাংলাদেশ সরাসরি বিমান চলাচলের দাবি জানিয়ে আসছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …