রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর নমুনা পরীক্ষার অনুমোদন পেলো ৭

বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর নমুনা পরীক্ষার অনুমোদন পেলো ৭

নিউজ ডেস্ক:

বিমানবন্দরে প্রবাসীদের করোনা শনাক্তের জন্য প্রয়োজনীয় র‌্যাপিড পিসিআর নমুনা পরীক্ষার অনুমোদন পেয়েছে ৭টি বেসরকারি ল্যাব। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সারাদিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরণ অনশনের ঘোষণা দিয়ে অবস্থান করে দেশের রেমিটেন্স যোদ্ধারা। দ্রুত বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর বসানোর দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করে তারা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, নমুনা পরীক্ষার মূল্য ও ল্যাব স্থাপনের সময় বিবেচনায় নিয়ে এসব ল্যাব অনুমোদন করা হয়েছে। এসব বেসরকারি ল্যাবে প্রবাসী ও বিদেশগামীরা সর্বনিম্ন এক হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার ৩০০ টাকায় নমুনা পরীক্ষা করাতে পারবেন। স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠক শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিমানবন্দরে দ্রুত ও কম খরচে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সাতটি বেসরকারি ল্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে তারা ল্যাব বসানোর কাজ শুরু করবে এবং তিন থেকে ছয় দিনের মধ্যে এসব ল্যাব চালু হবে বলে আশ্বস্ত করা হয়।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …