নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫% টাকা প্রতিমাসে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে এবং কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার জনবলদের মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে সহ বিভিন্ন দাবীতে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল চত্তরে মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই ফটক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সহ সভাপতি মনিরুল ইসলাম,প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সহ সকল ইউনিটের সদস্য ও কর্মচারিবৃন্দ। এ সময় বক্তারা বর্তমান অন্তবর্তী সরকারের কাছে দাবী জানিয়ে বলেন, আউটষ্টেশন গার্ড এবং ক্রয় করনীয় ন্যায্য হাজিরা নিশ্চিত করা। অভ্যন্তরীন ভাবে মৌসুমি সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ। স্থগিতাদেশ প্রত্যাতার করে মৌসুমি জনবলকে স্থায়ী পদে সমন্বয় নিশ্চিত করতে হবে। দক্ষ কর্মি তৈরির স্বার্থে দৈনিক হাজিরার চুক্তি ভিক্তিক জনবলদের নিয়োগ দিতে হবে।
আরও দেখুন
তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …