রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিভিন্ন দাবিতে নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

বিভিন্ন দাবিতে নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক………. গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এর আদিবাসীদের পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে দেয়া, শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখা নাটোর জেলা শাখা। আজ ৬ নভেম্বর বুধবার দুপুর বারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র ওরাও এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ লাকরা, সদস্য নির্মল পাহান, অখিল বাসকি, নলডাঙ্গা কমিটির সাধারণ সম্পাদক বাবলু পাহান প্রমুখ। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে আদিবাসী নেতারা আদিবাসী হিসেবে তাদের স্বীকৃতি বাগদা ফার্মে হত্যার ঘটনায় অনতিবিলম্বে দোষীদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি এবং তাদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আহবান জানানো হয়। তাদের দাবি মানা না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন মানববন্ধনে আগত নেতৃবৃন্দ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …