শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব নদী দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব নদী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসিন, পানি উন্নয়ন বোর্ডের প্রকশলী রফিকুল আলম চৌধুরি , পরিবেশ বাদী সুকুমার সাহা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলোকসহ কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, নদী সচল করতে হলে নিজেকে আগে সচেতন করতে হবে। নিজে সচেতন না হলে নদীকে সচল করা সম্ভব নয়। শিল্পকারখানার বর্জ্য নদীতে ফেলার ফলে নদী দূষিত হচ্ছে। অপরিকল্পিত ভাবে নদীতে বাঁধ বা ব্রিজ হওয়ার কারনে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ক্রমে নদীগুলো মরে যাচ্ছে। এর ফলে অতিরিক্ত পানি ধরে রাখতে না পারায় বন্যা, খরাসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …