সোমবার , ডিসেম্বর ৩০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / বিপ্লব মেয়র হলে একনাম্বার মডেল পৌরসভা উপহার দেব- কুদ্দুস এমপি

বিপ্লব মেয়র হলে একনাম্বার মডেল পৌরসভা উপহার দেব- কুদ্দুস এমপি

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস বলেছেন, ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে নির্বাচন হতে পারে। আসন্ন গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে জনতার ও নাগরিকের সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, একটা পরিবর্তন চাই। আমি কথা দিয়ে যাচ্ছি- আমি যদি বেঁচে থাকি, আপনাদের আশির্বাদে বিপ্লব মেয়র নির্বাচিত হলে গুরুদাসপুর পৌরসভাকে আমি একনাম্বার মডেল পৌরসভা হিসেবে আপনাদের উপহার দেব।

সোমবার রাত ১০টায় নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় খলিফাপাড়ায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন তিনি।

উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদ খলিফা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ খলিফা, উপজেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। এরপর জাতির জনক ও তার পরিবারের নিহত সব সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত জনগণের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

আরও দেখুন

হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা …