রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / বিনিয়োগে আগ্রহ রাশিয়ার

বিনিয়োগে আগ্রহ রাশিয়ার

নিউজ ডেস্ক:
বাংলাদেশে বিভিন্ন ফল প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য সংরক্ষণাগারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাত করে এ আগ্রহের কথা জানান। খবর বাসসর।

সাক্ষাতকালে তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও দেখুন

তারেক রহমান ও দুলুর ছবি কেটে ফেলায়’ এলাকায় উত্তেজনা -প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা ,,,,,,,,,নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে গাছে টাঙ্গানো ফেস্টুনে ব্যবহার করা বিএনপির …