শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিনা অনুমতিতে নকলবীশদের নাম ব্যবহার করেমানববন্ধন করায় প্রতিবাদ কর্মসূচী ও স্মারকলিপি

বিনা অনুমতিতে নকলবীশদের নাম ব্যবহার করেমানববন্ধন করায় প্রতিবাদ কর্মসূচী ও স্মারকলিপি

প্রদান

  নিজস্ব প্রতিবেদক:

বিনা অনুমতিতে নকলবীশদের নাম ব্যবহার করে মানববন্ধন করায় প্রতিবাদ
কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার
(নকলবীশ) এসোসিয়েশন(বিইএমএ)। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে
জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে সংগঠনটির জেলা কমিটির
ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনটির
নাটোর জেলা কমিটির সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক
সাখাওয়াত হোসেন, উপদেষ্টা আদিলুর রহমান, সদর কমিটির সাধারণ
সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ। এসময় বক্তারা বলেন, সংগঠনটির
জেলা শাখার নের্তৃবৃন্দের বিনা অনুমতিতে ও নাম ব্যবহার করে কতিপয়
দলিল লেখকগণ লালপুর ও বাগাতিপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রারকে হেনস্থা ও
সরকারি কার্যক্রমে দূর্ভোগ তৈরীর প্রতিবাদে মানববন্ধন করে। এই
কর্মসূচীতে জেলা নের্তৃবৃন্দরা জড়িত নন জানিয়ে তারা বলেন, এতে
সংগঠনটির সুনাম ক্ষুন্ন ও প্রশ্নবিদ্ধ হয়েছে। এর তীব্র প্রতিবাদ ও
নিন্দা জানান তারা। পরে তারা জেলা রেজিষ্টার বরাবর স্মারকলিপি প্রদান
করেন তারা।
জেলা রেজিস্ট্রার মোহাঃ শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে স্মারকলিপি
হাতে পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কালিদাস রায়

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …