নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে নিশ্চিন্তভাবে বেড়ে উঠার সুযোগ দিতেই সারাদেশে বিনামূল্যে বই উৎসব অব্যাহত রেখেছেন। শেখ হাসিনা নিজেই লাখো শিক্ষার্থীর অভিভাবক হয়ে দায়িত্ব পালন করছেন।
বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ সরকারের একটি যুগান্তকারী সাফল্য।
লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে বই উৎসবের উদ্বোধন শেষে এসব কথা বলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবেশ প্রতিটি ক্ষেত্রে অমূল পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে। এখন সবার দায়িত্ব হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালনা করা।
বকুল বলেন, এখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। কোনো ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজমের সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোপালপুর পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক রোকনুল ইসলাম প্রমুখ।