সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের সহায়তায় ২৩ কোটি টাকা বরাদ্দ

বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের সহায়তায় ২৩ কোটি টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেওয়া বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন ব্যক্তিদের মানবিক সহায়তা দিতে দেশের ৬৪টি জেলার অনুকূলে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বরাদ্দের শর্তানুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা বরাদ্দকৃত অর্থ ইউনিয়নওয়ারী উপ-বরাদ্দ দেবেন। ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের এই বরাদ্দ থেকে খাদ্য সহায়তা যেমন চাল, ডাল, তেল, লবণ, আলু ইত্যাদি দিতে হবে বলে বরাদ্দপত্রে উলেস্নখ করা হয়।

করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৩ দিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন)। আগামী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। এরপর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …