বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে নুরুল ইসলাম(৫২) নামের এক শ্রমিকের(দিন মজুর) মৃত্যু হয়েছে। নিহত নুরুল ইসলাম গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটেছে। উপজেলার তালোড়া ইউনিয়নের চকমাধব গ্রামে নুরুল ইসলাম কাজের সন্ধানে আসে। ঘটনারদিন সকালে ওই গ্রামের এক ব্যক্তির পার্শ্ববর্তী খানপুর এলাকার বোরো ক্ষেতে ঘাস তুলতে যাবার সময় ডিপ টিউবওয়েলের দিকে খেয়াল করলে দেখতে পায় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে আছেন মৃত অবস্থায় এক ব্যক্তি,ঘটনারস্থলে অনেক লোকজন এসে তাৎক্ষনিক দুপচাঁচিয়া থানায় খবর দিলে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম,বিদ্যুতের তারে জড়িয়ে নুরুল ইসলামের মৃত্যুর বিষয়টি সঠিক বলে জানিয়েছেন। দুপচাঁচিয়ার থানার এসআই এরশাদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই  

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি ও আদালতের ওয়ারেন্টভুক্ত …