রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বিদেশ যেতে এখন ১০ হাজার ডলার নেওয়া যাবে

বিদেশ যেতে এখন ১০ হাজার ডলার নেওয়া যাবে

এখন থেকে বিদেশ যেতে কোনো ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার সঙ্গে নেওয়া যাবে। এছাড়া বাংলাদেশে আসার সময় একই পরিমাণ ডলার সঙ্গে আনা যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বিদেশে যাওয়া-আসার সময় সঙ্গে ডলার রাখার সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে। এর আগে ঘোষণা ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা বা নেওয়ার যাওয়ার সুযোগ ছিল।

এর আগের নির্দেশনা অনুযায়ী, এক বছরে বিশ্বের যে কোনও দেশে ভ্রমণের সময় নগদ ৫ হাজার ডলার ছাড়াও আরও ৭ হাজার ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারতেন। এ জন্য পাসপোর্টে প্রয়োজনীয় ঘোষণা দিতে হতো।

ইত্তেফাক/জেডএইচ

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …