বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বিদেশিদের মন্তব্যে বিরক্ত সরকার

বিদেশিদের মন্তব্যে বিরক্ত সরকার

নিউজ ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কূটনীতিকপাড়ায় আনাগোনা বেড়েছে রাজনৈতিক দলগুলোর। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে প্রকাশ্যে দেওয়া বক্তব্যের কারণে বিতর্কেও জড়িয়ে পড়ছেন বিদেশি মিশনপ্রধানরা। এতে বিরক্ত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ জন্য কূটনীতিকদের ডেকে, চিঠি দিয়ে ও গণমাধ্যমে বক্তব্য দিয়ে সতর্ক করা হচ্ছে। অন্যদিকে, এ ধরনের বক্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছেন আন্তর্জাতিকবিষয়ক বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে,  বিদেশি কূটনীতিকদের এ ধরনের অযাচিত মন্তব্য অশুভ লক্ষণ।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদের মতে, কূটনৈতিক বিষয়ে প্রত্যেকটি দেশে কিছু অভ্যন্তরীণ বিষয় রয়েছে। সেগুলোতে অন্য দেশের হস্তক্ষেপ করা কোনোভাবেই কাম্য নয়। আর আমরা সব সময় দেখে আসছি এ বিষয়গুলো তখনই ঘটে যখন রাজনৈতিক বিভক্তি দেখা দেয়। তখন কিছু রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু গোপন বিষয় বিদেশিদের জানিয়ে দেন। এটি খুবই অশুভ লক্ষণ। তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলকে চাপ সৃষ্টি করার জন্য সব ধরনের সহযোগিতা করে থাকে। সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিদেশিরা কথা বলছেন। এর মানে হচ্ছে এসব অনিয়মের কিছু দলিল তাদের হাতে এসে পৌঁছেছে। তাই তারা জোর দিয়ে কথা বলছেন। এটি কোনোভাবেই ভালো বিষয় নয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …