নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জানুয়ারি রবিবার দুপুর ১২ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদ-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা পিলখানায় নির্মম হত্যাকান্ডের পরিকল্পনাকারি ইন্ধনদাতাসহ প্রকৃত হত্যাকারীদের বিচার দাবী করা। মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত-প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে গণহারে সাজা দেওয়া হয়েছে। পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবী জানানো হয়। প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি সহ পুণরায় চাকুরিতে পুনর্বহাল বা যোগদান করাতে হবে। তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে। তারা বলেন,এ দাবী সমূহ এদেশের ১৮ কোটি গণ মানুষের দাবী, সুশীল সমাজের দাবী, এই দাবী সর্বস্তরের ছাত্র জনতার দাবী।
আরও দেখুন
নাটোরে ট্রাক উল্টে নিহত ১, আহত -১
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে বালি বোঝাই ট্রাক উল্টে ওসমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত …