রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,, বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে নাটোর জেলা বিডিআর কল্যাণ পরিষদ। আজ ২৭ নভেম্বর বুধবার সকাল দশটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠ তদন্ত, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য গণকে চাকরিতে পুনর্বহালের দাবিতে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনকালে বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। এটি তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি অংশ। ওই ঘটনায় আমরা ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন দেশ প্রেমিককে হারিয়েছি। ১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্যদেরকে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত ভুক্তভোগী আমরা বিডিআর সদস্যগণ ও পরিবার ন্যায় বিচার বঞ্চিত হযে সমাজে অবহেলা অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়েছি। ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারে নির্দোষ বিডিআর সদস্যদের এখনো জেলে আটক রাখা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন এবং নিরপরাধ বিডিআর সদস্যদেরকে অনতিবিলম্বে জেল হতে মুক্তি দিন। তারা আরো বলেন,১৮ হাজারেরও বেশি বিডিআর সদস্য ও পরিবার সর্বদা শৃঙ্খলাবদ্ধ আইন ও সরকারের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল।

আরও দেখুন

উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর …