বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বিটিভির মহাপরিচালক করোনায় আক্রান্ত

বিটিভির মহাপরিচালক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হারুন-অর-রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২ মে) রাতে হারুন-অর-রশীদ ও তার স্ত্রীর করোনা পরীক্ষায় পজিটিভের বিষয়টি জানায় আইইডিসিআর। তবে বর্তমানে তারা সুস্থ্য আছেন। তাদের শারীরিক কোনো জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

রোববার (০৩ মে) রাতে হারুন-অর-রশীদ নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা উপসর্গ থাকায় তারা পরীক্ষা করিয়েছেন। পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে শনিবার রাতে জানানো হয়। তবে তার মেয়ের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাননি।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …