রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিজয় শোভাযাত্রার মাধ্যমে বকুলের নির্বাচনী প্রচারনা শুরু

বিজয় শোভাযাত্রার মাধ্যমে বকুলের নির্বাচনী প্রচারনা শুরু

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়াামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই শোভযাত্রা অনুষ্ঠিত হয়।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলার মালঞ্চি রেলগেট থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেন। সেই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে নৌকা মার্কায় ভোট দিয়ে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহŸান জানান। এই বিজয় শোভাযাত্রার মাধ্যমে নাটোর-১ আসনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল তার নির্বাচনী প্রচারনা শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য অহিদুল ইসলাম গকুল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, যুগ্নসাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …