শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / ‘বিজয় দিবসের মধ্যে পদ্মাসেতুর স্প্যান বসানোর কাজ শেষ হবে’

‘বিজয় দিবসের মধ্যে পদ্মাসেতুর স্প্যান বসানোর কাজ শেষ হবে’

নিজস্ব প্রতিবেদক:
বিজয় দিবসের আগেই পদ্মাসেতুর স্প্যান বসানোর কাজ শেষ হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিট দ্যা রিপোর্টার্সে যুক্ত হয়ে একথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও জানান, ইতিমধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজের ৯১ ভাগ শেষ হয়েছে। চল্লিশটি স্পেনের মধ্যে ৩৭টি স্প্যন বসানো হয়ে গেছে।

এ সময় কর্ণফুলী টানেলের কাজও ইতিমধ্যে ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে বলেও জানান মন্ত্রী।

নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যারা কথা বলে তারাই রাতের অন্ধকারে কারফিউ জারি করে ক্ষমতা দখল করেছিল। আর যারা স্বৈরাচারী শাসন কায়েম করে তারাই এখন গণতন্ত্রের কথা বলছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ উপনির্বাচনকে গুরুত্ব দেয় না বলেই ভোটার উপস্থিতি কম।’

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …