যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের জয়-জয়কারের সঙ্গে প্রবাসীরাও একাকার হয়েছেন। কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারপারসন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স, জুডিশিয়াল কমিটির চেয়ারপারসন কংগ্রেসম্যান জেরাল্ড নেদলারের সঙ্গে সাক্ষাৎ করে কম্যুনিটির নেতৃস্থানীয়রা বিজয়ী সবাইকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশি আমেরিকান ভোটারের ৯০ ভাগেরও অধিক হলেন ডেমোক্র্যাট। ৮ নভেম্বরের নির্বাচনে বাংলাদেশিরাও ব্যাপকভাবে ব্যালটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে তৃতীয় টার্মের জন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান (ডেমোক্র্যাট)। নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে পঞ্চম মেয়াদের জন্যে বিপুল ভোটে জয়ী হলেন পিরোজপুরের সন্তান আবুল খান (রিপাবলিকান)। কানেকটিকাট স্টেট সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মোহাম্মদ মাসুদুর রহমান বিপুল ভোটে জয়ী হলেন সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে। চাঁদপুরের সন্তান মাসুদ এবারই প্রথম স্টেট সিনেটের সদস্য হলেন। অপরদিকে, জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী নাবিলা ইসলামও বিপুল ভোটে জয়ী হলেন। নোয়াখালীর সন্তান নাবিলা জর্জিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় বাংলাদেশি সিনেটর। এ স্টেটে প্রথম মুসলমান সিনেটর হিসেবে ছয় বছর আগে নির্বাচিত হয়েছেন শেখ রহমান। মার্কিন মূল ধারার রাজনীতিতে আরোহণকারী বাংলাদেশি আমেরিকানদের ‘বাঙালি বীর’ অভিহিত করে সেপ্টেম্বরের ২৪ তারিখে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সে অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন ইউএস সিনেটের লিডার সিনেটর চাক শ্যুমার এবং কংগ্রেসের র্যাঙ্কিং মেম্বার কংগ্রেসওম্যান গ্রেস মেং। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প গ্রুপ বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর। সে সময়ে নাবিলা ইসলামকেও মার্কিন রাজনীতিতে রাইজিং স্টার হিসেবে সম্মাননা জানানো হয়। এদিকে, বিজয়ীদের উষ্ণ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মূলধারার রাজনীতিতে প্রবাসীদের পথিকৃৎ মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আবদুল কাদের মিয়া, শহীদ সন্তান ফাহিম রেজা নূর, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট নূসরাত আলম, রাজনীতিক রাব্বি সৈয়দ প্রমুখ।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …