নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২ কোটি ২৫ লাখ পিস ইয়াবা, ৩ লাখ ৩১ হাজার বোতল ফেনসিডিল, ২ লাখ ১৪ হাজার বোতল বিদেশী মদ, ২০ হাজার কেজি গাঁজা ও ১৩৯ কেজি হেরোইন।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫০ কেজি স্বর্ণ, ৩২১ কেজি রূপা, ৫৬ হাজার টি শাড়ি, ৯ হাজার ৬শ’ টি তৈরী পোষাক, ১৩ লাখ কসমেটিক্স সামগ্রী, ৫৪ হাজার কেজি চা পাতা, ১ লাখ ৬৫ হাজার কেজি কয়লা, ৯টি কষ্টি পাথরের মূর্তি, ৮৫টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৬০টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৮০টি পিকআপ, ৩৬৮টি সিএনজি/ইজিবাইক এবং ১ হাজার ১শ’ টি মোটরসাইকেল।
একই সময়কালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪৪টি পিস্তল, ১টি এসএমজি, ৪টি রিভলভার, ৬৭টি বিভিন্ন ধরনের গান, ২৫০ রাউন্ড গোলাবারুদ, ৩৫টি ম্যাগাজিন, ৩২টি মর্টার শেল, ৪৯টি আর্টিলারি/রকেট শেল/বোম্ব, ১১টি ককটেল এবং ৯১৯ কেজি বিস্ফোরক/গান পাউডার। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ২শ’ ৪৪ জন বাংলাদেশী নাগরিক ও ৮৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।