বৃহস্পতিবার , জানুয়ারি ৯ ২০২৫
নীড় পাতা / জাতীয় / বিএমইটিতে ‘বঙ্গবন্ধু ওয়াল অব ফেইম’ এর উদ্বোধন

বিএমইটিতে ‘বঙ্গবন্ধু ওয়াল অব ফেইম’ এর উদ্বোধন

নিউজ ডেস্ক:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর কাকরাইলস্থ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে বঙ্গবন্ধু ওয়াল অব ফেইম উদ্বোধন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বঙ্গবন্ধু ওয়াল অব ফেইম তৈরি করেছে। ওয়ালে শ্রম অভিবাসনের অঙ্গীকারকে বাস্তবায়নের লক্ষ্যে ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ নামক স্লোগানটি সন্নিবেশের করা হয়েছে।

এরপর মন্ত্রী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ওয়ানস্টপ পদ্ধতিতে সরাসরি ২১টি দেশে ইমিগ্রেশন সেবা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মো. হামিদুর রহমান।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …