শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / খেলা / বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১ নভেম্বরে- ‘গ’ গ্ৰুপে খেলবে নাটোর

বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১ নভেম্বরে- ‘গ’ গ্ৰুপে খেলবে নাটোর


নিজস্ব প্রতিবেদক:
নতুন প্রতিভার অন্বেষণ’ এই স্লোগানকে নিয়ে বসুন্ধরা কিংস এর পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী নভেম্বর মাসে ৩য় বারের মত আয়োজিত হতে হচ্ছে ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১’ আসর। আজ ২৫ সেপ্টেম্বর, সকাল ১০টায় ঢাকার মতিঝিলের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রতিনিধি সভায় প্রাথমিক নিবন্ধনকারী সকল দলের উপস্থিতিতে লটারী অনুষ্ঠিত হয়। সেখানে ১২টি একাডেমী দল এবারের একাডেমী কাপে খেলার সুযোগ লাভ করে।

এক নজরে দেখে নিন কোন কোন একাডেমী সমূহ এবারের বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমী কাপ ২০২১ এর আসরে নিম্নোক্ত তিনটি করে দল নিয়ে চারটি গ্রুপে বিভক্ত হয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ক – গ্রুপ ১। ফুটবল একাডেমী দিরাই, সুনামগঞ্জ ২। রহিমনগর ফুটবল একাডেমী, খুলনা ৩। ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমী, কুড়িগ্রাম

খ – গ্রুপ ১। মোঃ আব্দুল হালিম ফুটবল একাডেমী, ময়মনসিংহ ২। সানরাইজার্স ফুটবল একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া ৩। মোহামেডান ফুটবল একাডেমী, পিরোজপুর

গ – গ্রুপ ১। সুইহ্লামং ফুটবল একাডেমী, রাঙ্গামাটি ২। ছাগলনাইয়া ফুটবল একাডেমী, ফেনী ৩। ফুটবল একাডেমী নাটোর, নাটোর

ঘ – গ্রুপ ১। ইপিলিয়ন ফুটবল একাডেমী, নারায়ণগঞ্জ ২। SFCA ফুটবল কোচিং, গাইবান্ধা ৩। ভৈরব ফুটবল একাডেমী, কিশোরগঞ্জ পরবর্তীতে ম্যাচের তারিখ এবং স্থান জানিয়ে দেয়া হবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …