শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বিএনপি নেত্রীর ভণ্ডামি: আড়াই’শ কোটি টাকার জমি দখলে

বিএনপি নেত্রীর ভণ্ডামি: আড়াই’শ কোটি টাকার জমি দখলে

নিউজ ডেস্ক: ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির (আমমোক্তারনামা) জোরে রাজধানীর গুলশানে আড়াই’শ কোটি টাকার সম্পদ দখল করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নী ও তার স্বামী ডা. আলী আসকার কোরেশী।

আদালতে পাওয়ার অব অ্যাটর্নি ভুয়া প্রমাণিত হলেও ওই জমি বুঝে নিতে পারছেন না ওই জমির প্রকৃত মালিক ডা. এ এইচ মো. আলী হায়দার কোরেশী। মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘মুক্তি ক্লিনিক’- এর ব্যানারে দখলকৃত ওই জমিটি আগামী ৭ নভেম্বরের মধ্যে ভুক্তভোগীকে বুঝিয়ে দেয়ার রায় দেন ঢাকা প্রথম যুগ্ম-জেলা জজ আদালত।

গত ৭ অক্টোবর ঘোষিত এ রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন মুন্নীর স্বামী আসকার কোরেশী। তিনি বলছেন, টাকার বিনিময়ে রায় কিনেছেন বাদীপক্ষ। একই সঙ্গে মুক্তি ক্লিনিকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

মামলার নথিসূত্রে পাওয়া তথ্যানুযায়ী, ১৯ বছর ধরে গুলশান-২ এর ৪৯ নম্বর সড়কের ২২ কাঠা জমির ওপর অবকাঠামোতে মুক্তি ক্লিনিক পরিচালনা করছেন ডা. কোরেশী। একপর্যায়ে ১৯৯৮ সালের একটি পাওয়ার অব অ্যাটর্নি দেখিয়ে জমির মালিকানা দাবি করে বসেন তার স্ত্রী মুন্নী।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …