বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ৭ কোটি ৩৬ লাখ টাকা জব্দ

বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ৭ কোটি ৩৬ লাখ টাকা জব্দ

নিউজ ডেস্ক:
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে থাকা ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্ট ইউনিট-বিএফআইইউ। দুদকের তদন্ত কর্মকর্তার অনুরোধে বিএফআইইউ এ টাকা জব্দ করেছে।

দুদক সচিব মুহাম্মদ দিলোওয়ার বখ্ত জানান, সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন অভিযোগ রয়েছে।

দুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে দীর্ঘদিন যাবৎ। তদন্তের অংশ হিসেবে ব্যাংক হিসাব জব্দের জন্য দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা শফি উল্লাহর অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাব জব্দ করেছে।

সূত্র: ইনডিপেনডেন্ট

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …