রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাস আলম আবুল ও যুবদল নেতা শরীফুল ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বড়াইগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে রাজাপুর বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটন, ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম, শাহীন খান, জামাল হোসেন, আব্দুল হালিম ও মিল্টন হোসেন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা অবিলম্বে বিএনপি নেতার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চত্তরে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন কালে আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদেরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …