সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে-দুলু

বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে-দুলু

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করে। কোনও ষড়যন্ত্র বা চক্রান্ত করে অবৈধভাবে ক্ষমতায় যেতে চায়না বিএনপি।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর শহরের আলাইপুরে এলাকায় দলীয় কার্যালয়ে শহর বিএনপির মতবিনিময় সভায় এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কোনও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবেনা। তারপরও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।

সেই নির্বাচনে নাটোর পৌরসভায় বিএনপি মনোনিত মেয়র প্রার্থী হিসাবে পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরীর নাম ঘোষণা করেন তিনি। এসময় জেলা বিএনপির অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …