রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিএনপি-জামায়াত দেশকে তৃতীয় শক্তির হাতে তুলে দিতে চায়

বিএনপি-জামায়াত দেশকে তৃতীয় শক্তির হাতে তুলে দিতে চায়

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম :
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেছেন, বিএনপি-জামায়াত দেশকে তৃতীয় শক্তির হাতে তুলে দিতে চায়। এ কারণে তারা নির্বাচনে না এসে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। কিন্তু এসব করে কোন লাভ হবে না। দেশে সংবিধান মেনে যথাযথ সময়ে নির্বাচন হবে। তাতে কেউ বা কোন দল নির্বাচনে না এলে কারো কিছু করার নেই।

তিনি বিএনপি-জামায়াতকে জ¦ালাও পোড়াও বন্ধ করে নির্বাচনে অংশ নেয়ার আহŸান জানান।
তিনি নাটোরের বড়াইগ্রামের ছোট পিঙ্গুইন শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে সোমবার আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

কলেজের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা মাসুদ করিম বাকি, জাকির হোসেন সরকার, প্রভাষক নজরুল ইসলাম, মাহতাব উদ্দিন ও ফেরদৌস আলম, যুবলীগ নেতা অ্যাডভোকেট জুলফিকার আহমেদ মিঠু ও অধ্যক্ষ মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …