রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে পুঠিয়া আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি পালন

বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে পুঠিয়া আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী) :
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি- জামায়াতের অবরোধের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

আজ সোমবার বিকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, সদর ইউপি চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু, ভাল্লুকগাছী ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন, জিউপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হান্নান সরকার পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মৃদুল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে ডা. মনসুর রহমান বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করছে। তারা যানবাহনে আগুন দিচ্ছে। এসব পরিহার করে বিএনপি-জামায়াতকে নির্বাচনে আসার আহবান জানান তিনি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …