রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিএনপির হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে বড়াইগ্রামে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

বিএনপির হরতাল-নৈরাজ্যের প্রতিবাদে বড়াইগ্রামে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেক,বড়াইগ্রাম :
দেশব্যাপী বিএনপি-জামায়াতের তিনদিনের টানা অবরোধের প্রতিবাদে ও পুলিশ পিটিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান, আনিসুর রহমান, নীলুফার ইয়াসমিন, বনপাড়া পৌরসভার প্যানেল মেয়র শরিফুন্নেসা শিরিন, আওয়ামীলীগ নেতা শামসুর রহমান শাহীন ও উপজেলা যুবলীগের আহŸায়ক জুলফিকার মতিন বক্তব্য রাখেন। এর আগে প্রধান বিচারপতির বাসভবনসহ সরকারি স্থাপনায় হামলা ও পুলিশ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …