রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে নাটোরে

বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে নাটোরে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির আবারও ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে নাটোরে। আজ বৃহস্পতিবার সকালে নাটোর থেকে দুরপাল্লার কোন কোচ বা বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে থ্রি হুইলার, সিএনজি, লেগুনা সহ ছোট ছোট যানবাহন এবং পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে।

দুই একটি আন্তঃজেলা বাস ও চলাচল করতে ও যাত্রী তুলতে দেখা গেছে। সব চেয়ে বেশি সমস্যায় পড়েছেন চাকুরীজীবিরা। তাদেরকে অতিরিক্ত অর্থ ও সময় ব্যায় করে ছোট ছোট যানবাহনে চড়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আন্তঃজেলা পরিবহনের দুই একটি বাসে যাত্রী কুলতে দেখা গেছে। সকালের দিকে শহরের কোন জায়গায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্যকেও দেখা যায়নি। তবে শহরের কোথাও কোথাও কোন অপ্রীতিকর ঘটনারও কোন খবর পাওয়া যায়নি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …