রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির আবারও ডাকা দুই দিনের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা আওয়ামী লীগ ওতার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা কর্মিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে তারা এক সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম মাসুম সহ দলের নেতা কর্মীরা। এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ২০১৪ সালের মতো আবারো আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তারা পুলিশ ও নীরিহ জনগনকে পুড়িয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। তবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তা’ হতে দেবেনা। তারা বিএনপি-জামায়াতের এই সন্ত্রাস রুখে দিবে ।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …