নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র দ্বারা অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যে প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর অনুসারীরা। আজ ৩০ জুলাই রবিবার বেলা এগারোটার দিকে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর নেতৃত্বে তারা নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া প্রমূখ। সমাবেশে প্রধান অতিথি শফিকুল ইসলাম শিমুল এমপি বিএনপি যাতে নাটোরে কোনো সহিংসতা ছড়াতে না পারে তার জন্যে আগামীকাল অনুষ্ঠিতব্য বিএনপি’র জনসমাবেশকে প্রতিহত করার ঘোষণা দেন। এছাড়াও অন্যান্য বক্তারা গতকাল ঢাকায় বিএনপি’র অগ্নিসংযোগ এবং সহিংসতা বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …