বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বিএনপি’র এমপি হারুনুর রশিদের কারাদন্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

বিএনপি’র এমপি হারুনুর রশিদের কারাদন্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
শুল্কমুক্ত গাড়ি এনে বিক্রির মামলায় চাঁপাইনবাবগঞ্জের বিএনপি’র এমপি ও যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদের ৫ বছরের কারাদন্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল বের করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা।
আজ সোমবার দুপুরে রায় ঘোষনার পর পরই প্রতিবাদ জানিয়ে এই মিছিল বের করে ছাত্রদল ও যুবদলসহ অন্যন্যে সংগঠনগুলো। শহরের পাঠান পাড়ার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আর ওই স্থানে নেতা-কর্মীরা এই রায়ের প্রতিবাদ ও নিন্দা জানান এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতি জানিয়ে পথসভা করেন।
এদিকে এ বিষয় নিয়ে আইনশৃক্সকলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-শিক্ষক পরিবারকে নিয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার তথ্য প্রচারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *