বুধবার , এপ্রিল ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ‘বায়ু দূষণ কমাতে ২০টি সুইমিং ট্রাক কিনছে সরকার’

‘বায়ু দূষণ কমাতে ২০টি সুইমিং ট্রাক কিনছে সরকার’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বায়ু দূষণ কমাতে পদক্ষেপ নিয়েছে সরকার। এরইমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। ধুলাবালি কমাতে ২০টি সুইমিং ট্রাক কেনা হচ্ছে। 

গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদী দূষণের কি অবস্থা আপনারাই ভালো জানেন। নদী দূষণ কমাতে প্রধানমন্ত্রী আমাকে প্রধান করে কমিটি করেছেন। এরইমধ্যে মাস্টার প্ল্যান করেছি। খুব দ্রুত নদী দূষণ কমাতে কাজ শুরু হবে।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম ফয়েজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ডিটেইল এরিয়া প্লেন (ড্যাপ) প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লেনার্সের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

নিউজ ডেস্ক: বান্দরবানে হামলা ও ব্যাংক লুটকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে হুঁশিয়ারি …