বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাসুদেবপুর বাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের সরঞ্জামসহ সাত জন ব্যক্তিকে আটক

বাসুদেবপুর বাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের সরঞ্জামসহ সাত জন ব্যক্তিকে আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে বাসুদেবপুর বাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের সরঞ্জামসহ সাত জন ব্যক্তিকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন চকপাড়া গ্রামের খলিলের ছেলে আব্দুর রাজ্জাক, বাসুদেবপুর সাজিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে সোহানুর রহমান (২৫), বেলঘরিয়ার হযরত আলীর ছেলে আতিকুর রহমান (৪০), বিপ্রবেলঘরিয়ার আব্দুর রহিমের ছেলে হামিদুল ইসলাম শিপন (৩৮), সাজিপাড়ার ইসমাইলের ছেলে আলমগীর (২৫), একই গ্রামের মৃত জাহিদের ছেলে মিলন(২৮), মৃত মন্টু সরকারের ছেলে বিশ্বজিৎ(২৫)।আজ রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) আকবর আলী বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …