নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী এলাকায় খোরসেদ আলমের বাড়িতে গিয়ে ওই মেয়ের বিয়ে বন্ধ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে বিবাহ দিবেনা মর্মে মুচলেকা নিয়ে তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল জানান, বাল্যবিবাহের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান তিনি। ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়ের বাবা কে জরিমানা করা হয় এবং ১৮ বছরের পূর্বে বিয়ে দিবেনা মর্মে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে গুরুদাসপুর থানা পুলিশ, শিক্ষক, জনপ্রতিনিধীগণ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …